Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪৭ জন নিরাপত্তা রক্ষীকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ অবস্থান

কোচবিহার বাবুরহাট


রাহুল দেব বর্মন,কোচবিহারঃ

কোচবিহার (Coochbehar) বাবুরহাটে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার(FCI) ৪৭ জন নিরাপত্তা রক্ষীকে (security guards) ছাঁটাইয়ের প্রতিবাদে (Protests) বিক্ষোভ অবস্থান ।

হটাৎ করেই গতকাল বিকেলবেলা বাবুরহাটে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FCI) ৪৭ জন নিরাপত্তা রক্ষীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদ গতকাল সোমবার সন্ধ্যা থেকে (FCI) গোডাউনের গেট বন্ধ করে বিক্ষোভ অবস্থানে বসে বিক্ষোভ দেখতে থাকে ওই ৪৭ জন নিরাপত্তাকর্মীরা।

বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে যদি তাদের কাজে পুনর্বহাল না করা হয় তাহলে এভাবেই আমরণ পরিবার-পরিজন নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।

ইতিমধ্যে মঙ্গলবার সকালে এই অবস্থানকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code