Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং Defense Minister Rajnath Singh COVID Positive

করোনা আক্রান্ত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং Defense Minister Rajnath Singh COVID Positive





করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী (Defense Minister) রাজনাথ সিং (Rajnath Singh)।




করোনার তৃতীয় ঢেউ ধীরে ধীরে সুনামিতে পরিণত হচ্ছে। প্রতিদিনি বাড়ছে সংক্রমণ। একের পর এক নেতা-মন্ত্রী থেকে সিনে জগতেও করোনার থাবা পড়েছে। এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।




এদিন ট্যুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন নিজেই। বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা লেখেন, "আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যাঁরা আমার সন্নিকটে এসেছিলেন তাঁদের বলব টেস্ট করিয়ে নিন এবং আইসোলেট থাকুন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code