সমীর হোসেন, সাহেবগঞ্জঃ
মঙ্গলবার সকাল আনুমানিক দশটা পনের মিনিট নাগাদ সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোচাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় ইট বোঝাই বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখী সংঘর্ষ হয়।
এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক রাজু রহমান নামের এক ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যাক্তির বয়স ৩১ বছর,বাড়ি সাহেবগঞ্জ। ইট বোঝাই বোলেরো পিকআপ ভ্যানটি খারুভাঁজের দিকে যাচ্ছিল অপরদিকে বাইকটি নাজিরহাটের দিকে আসছিল। ঠিক সেই সময় ইট বোঝাই বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। প্রথমে বাইকটি দুমড়ে মুচড়ে বোলেরো পিকআপ ভ্যানের ডানদিকে আটকে যায় এবং বাইক চালক সজোরে ধাক্কা খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে।
ততক্ষনাত ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এরপর সেখান থেকে কোচবিহার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
তবে ইটবোঝাই বোলেরো পিকআপ ভ্যানের চালক এবং খালাসী পলাতক রয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং ইট বোঝাই বোলেরো পিকআপ ভ্যান ও বাইকটিকে থানায় নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊