জীবনানন্দের চরিত্রে ব্রাত্য, লাবণ্য চরিত্রে জয়া আহসান- দেখে নিন ট্রেলার
কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। ১৯২৭ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবির প্রথম কাব্যগ্রন্থের নামানুসারে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় নির্মান করছেন চলচ্চিত্র 'ঝরা পালক'। কবি জীবনানন্দের জীবন কাহিনী নিয়েই এই চলচ্চিত্র।
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঝরা পালকের ট্রেলার। জীবনানন্দের ভূমিকায় অভিনয় করছেন ব্রাত্য বসু। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে লাবণ্য হয়ে এসেছেন জয়া আহসান। চলচ্চিত্রটিতে আরও আছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্তসহ অনেকেই।
সিনেমায় কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়, আর সুপ্রিয় দত্তকে দেখা যাবে কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে। এছাড়া জীবনানন্দের সমালোচক কবি সজনীকান্ত দাশের ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।
এককথায় বাংলা সাহিত্যের জীবনানন্দ সমসাময়িক প্রায় সমস্ত সাহিত্যিককেই প্রায় দেখা যাবে এই চলচ্চিত্রে। তাই সাহিত্য পাঠকদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসবে এই চলচ্চিত্র তা বলাই বাহুল্য। তবে ইতিমধ্যে ব্রাত্য বসুর অভিনয় নজর কেড়েছে দর্শকের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊