COVID 19 Guidelines In West Bengal: নয়া কোভিড গাইডলাইন নবান্নের
বিয়েবাড়ি, মেলায় ছাড় দেওয়ার পর এবার নতুন করে কোভিড নির্দেশিকা জারি করা হল রাজ্য সরকারের তরফে। আজ সন্ধ্যায় রাজ্য সরকারের (West Bengal Govt) তরফে নতুন করে নির্দেশিকা জারি করা হয়।
নতুন এই নির্দেশিকায় জানানো হয়েছে রাত ৯টা পর্যন্ত খোলা থাকতে পারবে জিম। সেক্ষেত্রে ৫০ শতাংশ নিয়ে খুলতে হবে জিম (Gym)। তবে জিমের কর্মী এবং যাঁরা সেখানে যাবেন, প্রত্যেককে টিকার দুই ডোজ নিয়ে তবেই সেখানে প্রবেশ করতে হবে ।
এদিন আরও জানানো হয়েছে- সামাজিক দূরত্ব মেনে সিনেমা এবং মেগা সিরিয়ালের শ্যুটিং করা যাবে । খোলা মঞ্চে যাত্রাও করা যাবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ।
নবান্নের তরফে নয়া গাইডলাইন প্রকাশের পর এবার ক্রমশ তা শিথিল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। গত ১৫ জানুয়ারি প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিলো ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত হলো রাজ্যের কোভিড নিয়ন্ত্রণবিধি (WB Covid Restriction)। তবে বিয়েবাড়ি এবং সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন এবং খোলা মাঠে করোনা স্বাস্থ্যবিধি মেনে মেলায় ছাড় দেওয়া হয়েছে সেই নির্দেশিকায়।
এবার আরও শিথিল হলো কোভিড বিধি নিষেধ।
West Bengal govt eases COVID-19 restrictions in the state. pic.twitter.com/ASFm2OGuzX
— SangbadEkalavya (@sangbadekalavya) January 17, 2022
16 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনস্কুল কলেজ খোলার ব্যবস্থাও তো করতে পারে
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনশিক্ষায় লক ডাউন বাকিসব ছার
উত্তরমুছুনDhurr
উত্তরমুছুনঅকাজের গাইডলাইন
উত্তরমুছুনযতো সব
উত্তরমুছুনশিক্ষা ক্ষেত্রেই কেন লক ডাউন ?
উত্তরমুছুন👍
উত্তরমুছুনএগুলাই হবে স্কুল কলেজ আর খোলা হবে না
উত্তরমুছুনBah
উত্তরমুছুনমেলা মানেই চপ শিল্পে বাংলা
উত্তরমুছুনKindly request hbe
উত্তরমুছুনসব ঠিক আছে স্কুল বাদে।। হীরক রাজা সিনেমার একটি দৃশ্যে মনে পড়ছে এই পরিস্থিতিতে যে
উত্তরমুছুন"পড়ার কোনো শেষ নাই
পড়ার চেষ্টা বৃথা তাই" এর সাথে আর কয়েকটা রাজার বচন ছাত্রদের শিখিয়ে দিয়ে মন্ত্রী মশাই সেদিন স্কুল সারাজীবনের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন।।
জয় বাংলা
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊