কবে থেকে শুরু পাড়ায় শিক্ষালয়? ঘোষনা শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর Paray Shikshalay Prakalpa

Bratya badu




করোনাকালে বহুদিন ধরে বন্ধ রাজ‍্যের স্কুল গুলি। এর মাঝেই সম্প্রতি 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পের ঘোষনা দিয়েছে শিক্ষা দপ্তর। সোমবার সেই প্রকল্পের সূচনা করলেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। আর সেখান থেকে এই কর্মসূচি আরম্ভের তারিখও জানিয়ে দিলেন তিনি। আগামী মাসের ৭ তারিখ থেকেই শুরু হচ্ছে সেই কর্মসূচী।




তিনি জানান, প্রায় ২ লক্ষ শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।" পাশাপাশি তিনি আরো বলেন, "স্কুল খোলারই পক্ষে আমরা। শিশুদের ক্ষতি না করে, সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী। এ বিষয়ে চিন্তাভাবনা বা উদ্বেগের কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছেন। যাতে স্কুল খোলার পর আবার বন্ধ করে দিতে না হয়। সেই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। সরকার ও মুখ্যমন্ত্রী ধাপে ধাপে স্কুল খোলারই পক্ষপাতী।"







পাড়ায় শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক , শিক্ষা সহায়করা। জানা যাচ্ছে, প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের অনলাইনে পড়াশুনা করতে অসুবিধা আর সেই সকল বাচ্চাদের পড়াশুনার উপযোগী করতেই এই প্রকল্প।