১বছরে ৭৬ উইকেট! ICC -র বর্ষসেরা ক্রিকেটার সাহিন






আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানি পেসার সাহিন শাহ আফ্রিদি। সোমবার আইসিসির তরফে বর্ষসেরা ক্রিকেটারের নাম হিসেবে সাহিন শাহ আফ্রিদির নাম ঘোষনা করা হয়।




২০২১-এ ৩৬ টি আন্তর্জাতিক ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন সাহিন। বোলিং পারফর্মারমেন্সে ৫১ রানে ৬টি উইকেট তার সেরা বোলিং। গত বছর টেস্ট ও টি ২০ ক্রিকেটে পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপেও বল হাতে ব‍্যাপক দাপট দেখিয়েছেন তিনি। গত ক্যালেন্ডার ইয়ারে টি ২০ ফরম্যাটে দারুণ দাপট দেখিয়েছেন তিনি। ডেথ ওভারগুলিতে তাঁর বোলিং দক্ষতার দারুণ উন্নতি চোখে পড়েছে। ২১ টি ২০ ম্যাচ থেকে ২৩ উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি।




গত বছরের শুরুতে নিউজিল্যান্ডে শাহিন শাহ আফ্রিদির টেস্ট ক্রিকেটে সূচনা কিছুটা ঢিমে থাকলেও পরে ঘরের মাঠে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জ্বলে ওঠার পর জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে দারুণ ছন্দে ছিলেন। সব মিলিয়ে ৯ ম্যাচে ১৭.০৬ গড়ে ৪৭ উইকেট নিয়েছেন তিনি।