করোনা কালে অভিনব বিয়ের অনুষ্ঠান নব দম্পতির


বোনকে বিয়ে করলেন ভাই



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-


বিয়ে দেখবে গুগল মিটে খাবার দেবে জোমাটো।করোনা রুখতে এই অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের পাল্লা এলাকার ব্যবসায়ী সন্দীপন সরকার।




২৪ই জানুয়ারি সোমবার সন্ধ্যায় অগ্নি সাক্ষি রেখে চার হাত এক হতে চলেছে সন্দীপন ও অদিতির।


শাস্ত্রীয় মতে হিন্দু ধর্মে বিয়ে সম্পূর্ণ করা হবে নিজস্ব বাসভবনে। তবে সশরীরের উপস্থিত থাকবেন হাতে গোনা কয়েকজন। যাদেরকে একদম না বল্লেই নয়, সেরকম কয়েক জন্য আমন্ত্রিত অতিথিদের নিয়ে সারা হবে এই বিবাহ অনুষ্ঠান।বাকী আমন্ত্রিত অতিথিরা বিয়ে এবং প্রীতিভোজ অনুষ্ঠান দেখবেন নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইলের গুগুল মেটের মাধ্যমে।তবে অতিথিরা শুধু খালি মুখেই এই বিয়ের অনুষ্ঠান দেখবেন না।তাদের বাড়িতে সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে খাবার নিয়ে দরজার কড়া নাড়বে জোমাটো। পাত্র পাত্রীর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।



দুই পরিবারে সম্মত্যি ক্রমে বিবাহ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হয় ২৪ শে জানুয়ারী।ঠিক হয় ধুমধাম করে পাত্র পাত্রীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। উপস্থিত থাকবে হাজার বাড়োশো অতিথি।মাইক বাজবে, সানাই বাজবে,বাজনা নিয়ে জল ভরতে যাবে পুকুরে।কিন্তু সে আশাকে নিরাশ করলো করোনার তৃতীয় ঢেউ।




রাজ‍্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও করোনা উর্ধ্বমুখী বিবাহ অনুষ্ঠানে পঞ্চাশ জন অতিথিদের নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশ দেয় রাজ্যসরকার। এর পরে অবশ্য বেড়ে দাঁড়ায় দুশোতে।রাজ্য সরকারের এই নির্দেশিকা জানার পর বড়ো চিন্তায় পরে পাত্র পাত্রীর পরিবার।



এর পর পাত্র সন্দীপন সরকারের মাথায় আসে এই অভিনব উদ্যোগ।জানায় পাত্রী অদিতি কেও। কনসেপ্ট শুনে রাজি দুজনাই।এরপর তাদের পরিবার ও বন্ধুদের জানায় সন্দীপন অদিতি।সহমত পোষণ করেন সকলে এর পর থেকেই শুরু হয় এই অভিনব উদ্যোগের।