কালপুরুষ সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশিত হলো দিনহাটায়





অনুপম মোদক,দিনহাটা, ২৪ শে জানুয়ারি :


মহানবিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কালপুরুষ সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশিত হলো স্থানীয় হেমন্ত বসু কর্নারে।



এদিন হেমন্ত বসু কর্নারে কালপুরুষের পক্ষ থেকে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন অপূর্ব অধিকারী, জয়গোপাল ভৌমিক, চন্দন সাহা, অর্নব অধিকারী সহ পত্রিকার সম্পাদক গৌরব চক্রবর্তী, সভাপতি আশিফ হাসান, ইসমাম হাসান সহ বাকি সদস্যরা।




অনুষ্ঠানে অপূর্ব অধিকারী নেতাজী স্মরনে গান পরিবেশন করেন তার সাথে সুর মেলান সকল সদস্যরা। অনুষ্ঠানের শেষে অর্নব অধিকারী বলেন,“২৩- শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে আমাদের পত্রিকার দ্বিতীয় বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশিত হলো এবং আমাদের একটি ছোট্ট বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান রয়েছে দিনহাটা কলেজ হল্টের সামনে"। 



পরে কলেজ হল্টের সামনে একটি ছোট্ট বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পত্রিকার সম্পাদক গৌরব চক্রবর্তী বলেন, “আজ নেতাজী সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে আমাদের পত্রিকার পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো, বর্তমান পরিস্থিতিতে পরিবেশ ভারসাম্য রক্ষা করতে গাছের কতোটা মূল্য সেই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।"