Netaji’s inspirational quotes: নেতাজীর (Subhas Chandra Bose) কিছু  কথা - যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে

Subhas Chandra Bose
Netaji Subhas Chandra Bose



"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব," এই বিখ্যাত স্লোগানটি আজও উচ্চারিত হয় নেতাজী সুভাষ স্মরণে। শুধু স্বাধীনতার জন্য সুভাষের লড়াই নয় তাঁর বলা কথা আজও দাগ কেটে আছে আমাদের মননে-চিন্তনে।

Netaji Subhas Chandra Bose
Netaji Subhas Chandra Bose



১৮৯৭ সালের ২৩ জানুয়ারি বর্তমান ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষ চন্দ্র বসু (netaji birthday)। তাঁর মাতা ছিলেন প্রভাবতী দেবী এবং পিতা জানকীনাথ বসু। তিনি ছিলেন তাঁর বাবা মায়ের ১৪ জন সন্তানের মধ্যে নবমতম সন্তান। জনসাধারণের কাছে 'নেতাজি' নামেই সর্বাধিক পরিচিত তিনি। আজ তাঁর জন্মদিনে আসুন শুনে নেওয়া যাক তাঁর কিছু কথা (Netaji’s inspirational quotes), যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে নিমেষে।

Netaji Subhas Chandra Bose
Netaji Subhas Chandra Bose



শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।

টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

Netaji Subhas Chandra Bose
Netaji Subhas Chandra Bose



  • ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।

  • ‘আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।’
  • সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।

  • নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।

  • জীবনে প্রগতির আশা ব্যাক্তিকে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে।

  • নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।

  • মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।

  • প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মত।

  • স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।