ষষ্ঠ বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক খোকন দাস 

খোকন দাস




বিধায়ক মানে শুধু ঘড়ে বসে থাকা না। বিধায়ক মানে অকারনে গাড়ি নিয়ে ঘুড়ে বেড়ানো না। বিধায়ক মানে মানুষের জন্য কাজ করা। মানুষের সেবা করা।মানুষের পাশে থাকা।তারই সাক্ষী রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানুষের হয়ে কাজ করতে এবার ষষ্ঠ বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হল। এর আগে তেলীপুকুর, কার্জন গেট সহ বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 




বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাঞ্চন নগর বেলপুকুর এলাকায় ফিতে কেটে ষষ্ঠ বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবিন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ সভাধিপতি দেবু টুডু,বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্যরা।




এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন এর আগেও পাঁচটি বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ আরো একটি বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানুষের পাশে থাকতে এর আগে বিনামূল্যে চারটি অ্যাম্বুলেন্স, এবং দুটি স্বর্গ রথ এর উদ্বোধন করাহয়েছে। আগামী ৩১শে জানুয়ারি কঙ্কালেশ্বরী কালী বাড়িতে ১০ টাকার মা ক্যান্টিনের উদ্বোধন করাহবে।এছাড়া এই পাঁচ তলা বিধায়ক পরিষেবা কেন্দ্র থেকে সমস্ত রকম সহায়তা মূলক কাজ করা হবে বলে জানান খোকন দাস।