প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor) শোকস্তব্ধ শিল্পজগত
সোমবার সকালে প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। এদিন নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন চিত্রশিল্পী। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৫১ সালে লখনউতে জন্মেছিলেন। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল তাঁর কর্মভূমি। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হয় তাঁর চিত্রশিল্প।ওয়াসিম কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে। শোকস্তব্ধ চারুকলা জগতের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত, নৃত্য, সাহিত্য তথা সমগ্র বৃহত্তর শিল্পজগতে। সোস্যাল মিডিয়া জুড়ে শুধুই শোকের ছায়া। চিত্রকর গোপাল নস্কর, লেখিকা ও সমাজ কর্মী সাইরা শাহ হালিম, নৃত্য শিল্পী সঞ্চিতা ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী ও চিত্রকর সৌমিতা সাহা সকলেই শোক প্রকাশের সাথে করেছেন স্মৃতি চারণ। শিল্পীরা স্মৃতি চারণে্য মাধ্যমে প্রত্যেকেই প্রকাশ করেছেন ওয়াসিম কাপুরের মনোরম স্বভাবের কথা, কিভাবে তিনি অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন আগামী প্রজন্মের শিল্পীদের।
মাত্র ছ'বছর বয়সেই খাট থেকে পড়ে পায়ে বড়মাপের চোট পেয়েছিলেন তিনি। ১৫ বছর বয়স অবধি বিছানাতেই কেটে যায় তাঁর শৈশব ও কৈশোর জীবন। পা বাঁধা ছিল প্লাস্টারে কিন্তু ওয়াসিমের মন উড়ান দিত বাড়ির জানলা দিয়ে। হাসপাতাল আর বাড়ি এই ছিল তাঁর রুটিন। এরই মাঝে বাবার কাছে আবদার ছিল আঁকা শেখার। ছেলের শখপূরণে খামতি রাখেননি বাবাও। বিছানায় শুয়েই শুরু আঁকা শেখা, শৈশবে তাঁর শিক্ষাগুরু ছিলেন অমর নন্দন। তিনিই তাঁকে ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভর্তি করে দেন। ক্রাচ হাতেই কলেজে যাওয়া শুরু কিশোর ওয়াসিমের। এরপর যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবীপ্রসাদ চৌধুরীর মতো লেজেন্ডারি শিল্পীদের সান্নিধ্যে আসেন ওয়াসিম কাপুর।
কলেজের শুরু থেকেই বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা ছবি জায়গা করে নেন। ধীরে ধীরে দেশের বাইরেও শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে। বিধানসভায় জ্যোতি বসুর তৈলচিত্র এঁকেছিলেন বাম মানসিকতার এই চিত্রশিল্পী। পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে শুরু করে ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমি-- নানা জায়গায় তাঁর আঁকা ছবি স্থান পেয়েছে। ওয়াসিম কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊