KIFF: স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব






স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব। আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু অবশেষে বাতিল করতেই হল কলকাতা চলচ্চিত্র উৎসবের সেই সূচি।




আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-সহ কয়েকজন আক্রান্ত। করোনা (Coronavirus) আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




কোভিড আক্রান্ত হয়েছেন, আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। করোনা আক্রান্ত রাজ, শুভশ্রী, রুদ্রনীল সহ অনেকেই।



দেশে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ‍্যেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে ইতিমধ‍্যে রাজ‍্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। মাস্ক পড়া, সোশ‍্যাল ডিস্টান্সিং মেনে চলা বাধ‍্যতামূলক। পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়।