Latest News

6/recent/ticker-posts

Ad Code

ICC WOMEN'S WORLD CUP বিশ্বকাপের জন‍্য ভারতীয় মহিলা দল ঘোষনা করলো বোর্ড

ICC WOMEN'S WORLD CUP বিশ্বকাপের জন‍্য ভারতীয় মহিলা দল ঘোষনা করলো বোর্ড 





আন্তর্জাতিক মহিলা বিশ্বকাপ (ICC WOMEN'S WORLD CUP)-র দল ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত‍্যাশা মতোই দলের নেতৃত্ব দেবেন মিতালী রাজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিউজিল্যান্ডে গিয়ে কিউয়ি মহিলা দলের সঙ্গে পাঁচটি ওয়ান ডে খেলবে ভারতীয় মহিলা দল।




নিউজিল্যান্ডেই আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে নিউজিল‍্যান্ডে পৌঁছে নিজেদের প্রস্তুতি সেড়ে নিতে চাইছে ভারতীয় দল।




পুরো দল: মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রতী কউর (সহ অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিংহ, রেনুকা সিংহ ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড় ও পুণম যাদব।




স্ট্যান্ড বাই: সাব্বিনেনি মেঘানা, একতা বিস্ত ও সিমরন ডিল বাহাদুর




ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আদলে। মিতালিরা প্রথম ম্যাচেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ৬ মার্চ হবে টাউরাঙ্গাতে। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, হবে হ্যামিল্টনে, ১০ মার্চ। হ্যামিল্টনেই ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ঝুলনদের বাকি ম্যাচগুলি হল ইংল্যান্ড (১৬ মার্চ), অস্ট্রেলিয়া (১৯ মার্চ), বাংলাদেশ (২২ মার্চ) ও দক্ষিণ আফ্রিকা (২৭ মার্চ)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code