Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত পরমব্রত

করোনা আক্রান্ত পরমব্রত 





করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত জানান তাঁর অসুস্থতার কথা। এর আগে রাজ, শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার পরমব্রত। এদিকে করোঞা আক্রান্ত মিমি।



নিজের ট্যুইটারে একটি পোস্ট করে পরমব্রত লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা পরীক্ষা করাব।'




দেশে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ‍্যেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে ইতিমধ‍্যে রাজ‍্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। মাস্ক পড়া, সোশ‍্যাল ডিস্টান্সিং মেনে চলা বাধ‍্যতামূলক। পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code