Latest News

6/recent/ticker-posts

Ad Code

বস্ত্রবিতরণের মধ‍্য দিয়ে ইংরাজী নববর্ষের আনন্দ ভাগ করে নিল KCF

বস্ত্রবিতরণের মধ‍্য দিয়ে ইংরাজী নববর্ষের আনন্দ ভাগ করে নিল KCF 




ইংরেজি নববর্ষের দিন অসহায় ও দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে, তাদের দ্বারে খুশির ছোঁয়া ছোঁয়াতে পৌঁছে যায় টিম 'খুশির ছোঁয়া ফাউন্ডেশন। 




শীতের প্রকোপ থেকে কিছুটা হলেও যাতে অসহায় ও দরিদ্র মানুষগুলো নিজেদের রক্ষা করতে পারেন, সেই উদ্দেশ্যেই তাদের হাতে শীতবস্ত্র স্বরূপ নতুন কম্বল তুলে দিতে তাদের দ্বারে গিয়ে উপস্থিত হন টিম "খুশির ছোঁয়া ফাউন্ডেশন" এর সভাপতি রোহিত ইসলাম ও সম্পাদক দীপক বর্মন সহ টিমের একনিষ্ঠ সদস্যরা।




আর তাদের প্রথম দফার এই কর্মসূচি সফল করতে টিম "KCF" পৌঁছে যায় পেটলা অঞ্চলের অন্তর্গত "পেটলা বাজার" ও "উত্তর- পশ্চিম পেটলা", সিতাই অঞ্চলের অন্তর্গত "খামার সিতাই" ও "নগর সিতাই", গিতালদহ ১ নং অঞ্চলের অন্তর্গত "খারিজা গিতালদহ" ও "নবনী", গোসানিমারি ১ নং অঞ্চলের অন্তর্গত "উত্তর ভিতর কামতা" ও "দক্ষিণ ভিতর কামতা" সহ ওকরাবাড়ি অঞ্চলের অন্তর্গত "রঘুনন্দন", "ইন্দ্রনারায়ণ", "রামপ্রসাদ", "বালাকান্ডি", "বড়ো ফলীমারি", "শিবেশ্বর", "গোকুরা" ও "দীঘালটারি" এবং বড় আটিয়াবাড়ী অঞ্চলের আটিয়াবাড়ী ১ নং গ্রামের এলাকা গুলিতে, যেখানে দরিদ্র পরিবার গুলির দুয়ারে গিয়ে সেই পরিবার গুলি সহ পথচলতি বেশ কিছু অসহায় ও রোজগারে অক্ষম মানুষদের হাতে নতুন কম্বল তুলে দেওয়ার উদ্দেশ্যে। প্রথম দফায় সম্পন্ন হওয়া "শীতবস্ত্র বিতরণ" কর্মসূচিতে অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে প্রদান করা হয় মোট ১৪৮ টি নতুন কম্বল।




টিম "খুশির ছোঁয়া ফাউন্ডেশন"- এর সভাপতি রোহিত ইসলাম ও সম্পাদক দীপক বর্মন জানান যে "নতুন বছরের শুরুতেই তাদের টিম "KCF"- সেরা প্রাপ্তি এটাই যে, নতুন বছরের প্রথম দিনই তারা অসহায় মানুষদের দ্বারে পোঁছে তাদের হাতে নতুন কম্বল তুলে দেওয়ার মধ্য দিয়ে, এক আলাদা আনন্দকে সঙ্গী করে নতুন বছরের সূচনা করতে পেরেছেন। টিম "KCF" অসংখ্য ধন্যবাদ জানায় এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সকল সহৃদয় ব্যক্তিদের, যারা তাদের এই কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code