সমাজসেবায় নতুন বছরের পথ চলা শুরু অবসর চ্যারিটেবল ট্রাস্টের






ময়না, পুর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডল




পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে নববৰ্ষে সমাজ সেবায় ব্র্তী নিয়ে পথ চলা শুরু হল অবসর চ্যারিটেবল ট্রাস্টের।অবসর চ্যারিটেবল ট্রাস্ট নববর্ষে দক্ষিণ আনুখা মোক্ষ বিদ্যাভবনে বর্ষবরন, ক্রীড়া-সংস্কৃতিক প্ৰতিযোগীতা সহ প্রবীণ ভাতা ও শীতবস্ত্র প্রদানের আয়োজন করে। তিন দিনের এই অনুষ্ঠানে শুভসূচনা হয় বর্ষবিদায়ের দিনে জাতীয় পতকা উত্তোলন ও পাঁচকিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যা আজ সংগীত সন্ধ্যার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে ৷




বর্ষবিদায় দিনে তমলুকের বিশিস্ট চিকিৎসকদের নিয়ে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ এস পি হাজার় ,'ডাঃ বি সি হাজরা, ডাঃ অক্ষর শঙ্কর করগুপ্ত,ডাঃ সন্দীপ বিশ্বাস, ডাঃ অরুনাংশু রায় প্রমুখ ডাক্তারবাবুরা ।সেই সঙ্গে বিনামূল্যে কানে শোনার পরীক্ষা শিবির, বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির,বিনা মূল্যে রক্তের গুপ ও ব্লাড সুগার পরীক্ষা করার আয়োজন করা হয়েছিল। প্রায় 1500 জন রোগী এই শিবির গুলি থেকে সহায়তা লাভ পেয়েছিলেন ৷




পয়লা জানুয়ারীতে অঙ্কন প্রতিযোগীতা, আবৃত্তি প্রতিযোগীতা, হাঁসধরা প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, ফুচকা খাওয়া প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি তেমন সাজো প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 




আজ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ৭০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের বাচ্চাদের হাতে পোশাক তুলে দেওয়া হয়, আগামী এক বছর ধরে ৩০ জনকে ৫০০ টাকা প্রবীন ভাতা দেওয়া হয়, ৩০ জনকে শীতের কম্বল প্রদান করা হয়,এক জন থালাসেমিয়া রোগীকে ও এক জন দরিদ্র্য ও মেধাবী ছাত্রকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয় ৷

 

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার ময়নার Oc গোপাল পাঠক, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া রানি দাস, সহসভাপতি সুব্রত মালাকার, ময়নার রাজ পরিবারের সদস্য,কবি,সাহিত্যক, শিক্ষক সিদ্ধার্থ বাহুবলীন্দ্র,দক্ষিণ অনুখা মোক্ষদা বিদ্যাভবনের প্রধান শিক্ষক তপন কুমার দাস . সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অবসর চ্যারিটেবল ট্রাস্টের এই মহতি সমাজ সেবামূলক কমসূচীকে সকলেই একবাক্যে প্রসংশা করেছেন।