আরও এক নক্ষত্র পতন- চলে গেলেন কথক উস্তাদ পন্ডিত বিরজু মহারাজ (Birju Maharaj )
শিল্প-সংস্কৃতির ইতিহাসে আরও এক নক্ষত্র পতন। গতকাল চলে গেলে বিশিষ্ট নাট্যশিল্পী শাঁওলি মিত্র। আর আজ আরও এক দুঃসংবাদ। কথক উস্তাদ পন্ডিত বিরজু মহারাজ (Birju Maharaj ) চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।
পণ্ডিত বিরজু মহারাজ লখনউয়ের কালকা-বিন্দাদিন ঘরানার একজন প্রবক্তা ছিলেন। পণ্ডিত বিরজু মহারাজ নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য 1984 সালে ভারতের দ্বিতীয়-সর্বোচ্চ নাগরিক সম্মান, পদ্মভূষণ লাভ করেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন: "তার চলে যাওয়া শিল্প জগতের জন্য অপূরণীয় ক্ষতি।"
গায়ক আদনান সামি টুইটারে তার শোক প্রকাশ করে বলেছেন, "আমরা পারফর্মিং আর্টের ক্ষেত্রে একটি অতুলনীয় প্রতিষ্ঠানকে হারিয়েছি। তিনি তার প্রতিভার মাধ্যমে বহু প্রজন্মকে প্রভাবিত করেছেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊