Online Marriage: আমন্ত্রিতরা Google Meet এ দেখবেন বিয়ে, Zomato বাড়ি বাড়ি পৌঁছে দেবে প্রীতিভোজ 

aditi das, sandipan sarkar,
অদিতি ও সন্দীপন 



বর্ধমানের পাল্লা রোডের বাসিন্দা সন্দীপন সরকার (sandipan sarkar) পেশায় ব্যবসায়ী। হবু স্ত্রী অদিতি দাস (aditi das)  বর্ধমানের শাঁখারি রোডে থাকেন। দুজনের বিয়ে ঠিক হয়েছিলো গত বছরই, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ বাঁধ সাধে।

তাই অপেক্ষার প্রহর গুনছিলো সন্দীপন-অদিতি। অবশেষে এই বছর ২৪ জানুয়ারি বিয়ের দিন ঠিক হয়। কিন্তু সন্দীপন কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।


করোনার তৃতীয় ঢেউ- ওমিক্রনের কারনে এদিকে রাজ্যে জারি হয় কড়া বিধিনিষেধ। সন্দীপন সুস্থ হয়ে উঠলেও এবার চিন্তায় কপালে ভাঁজ পড়ে। বিয়েতে কাকে নিমন্ত্রণ করবে আর কাকে করবে না! পরিচিতির সংখ্যা যে অনেক।


অবশেষে বুদ্ধি করে উপায় বের করে সন্দীপন। সিদ্ধান্ত নেয় ভার্চুয়ালি হবে বিয়ের অনুষ্ঠান- যেখানে যোগদিবেন প্রিয়জনেরা। শুধু তাই নয় আমন্ত্রিতদের বাড়িতে পৌঁছে যাবে প্রীতি ভোজ। অদিতি সংবাদ মাধ্যমে জানিয়েছে- "আমাদের এই পরিকল্পনার কথা সোশ্যাল মিডিয়ায় পড়ে বিয়েতে ভার্চুয়ালি হাজির থাকতে চাইছেন বহু মানুষই। তাই এক্কেবারে আমন্ত্রিত আত্মীয়দের জন্য একটি লিঙ্ক ক্রিয়েট হবে। আরেকটি গুগল মিট লিঙ্ক (Google Meet) থাকবে আগ্রহী অন্য ব্যক্তিদের জন্য ! আর আমন্ত্রিতরা ভারতের যে যেখানে আছেন, তাঁদের কাছে একই ফুড প্যাকেট সুন্দর ভাবে পৌঁছে দেবে জোম্যাটো (Zomato), এমনই পরিকল্পনা।"