আজ একদিনের আসরে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কোথায়, কখন, কীভাবে দেখবেন? IND vs SA




টেস্ট সিরিজে ১-২ ফলে হারের পর আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই-এ মুখোমুখি হতে চলেছে ভারত। রোহিত শর্মা না থাকায় এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুল। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রাহুলের যুগলবন্দিতে ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে আজ।




পার্লের বোল্যান্ড পার্কে ভারতীয় সময় দুপুর দুটো থেকে শুরু হবে ম‍্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে দেখা যাবে ম‍্যাচ। অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে।




টেস্ট সিরিজে হারের পর একদিনের ম‍্যাচে ঘুরে দাড়ানোর লড়াই ভারতের। এই ম্যাচে সবার নজর থাকবে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাটের দিকে। সাত বছর পর এই প্রথম সাধারণ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তিনি।