Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহার বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছে তেজস্বী যাদব

বিহার বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছে তেজস্বী যাদব 

Tejwashi Yadav


রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা তেজস্বী যাদবকে সোমবার বিহার বিধানসভায় বিরোধীদলনেতা (Leader of Opposition) হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত ১৪ই নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষনা হয়েছে। আর সেই ফলে ব্যাপক সংগরিষ্ঠতা নিয়ে সরকার করার দাবিদার হয়েছে এনডিএ জোট। সিট সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রাষ্ট্রীয় জনতা দল (RJD)। রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব হবে বিধানসভার বিরোধী দলনেতা।

বিধানসভায় বিরোধীপক্ষ নেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যেকোনো দলে অন্তত ১০ শতাংশের প্রতিনিধিত্ব থাকতে হয়। বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি। ২৪৩-এর ১০% হল ২৪.৩, অর্থাৎ ২৫টি আসন পেতে হবে। আরজেডি ২৫টি আসনই দখল করেছে।

তেজস্বী যাদব রাঘোপুর কেন্দ্র থেকে জয় লাভ করেছেন। গত নির্বাচনে তিনি বিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে ১৪,৫৩২ ভোটে জিতে নিজের রাজনৈতিক দাপট বজায় রেখেছেন। এই নির্বাচনের পর RJD-MLA-দের এক বৈঠকে নতুন আইনশাসক দলনেতা হিসেবে তাঁকে ইতিমধ্যেই মনোনীত করা হয়েছে।

মহাজোটবন্ধনের তীব্র পরাজয় ঘটে, আরজেডির আসন সংখ্যা ৭৫ থেকে কমে ২৫-এ নেমে আসে। রাজ্যে তাদের প্রধান মিত্র কংগ্রেস ৬১টি আসনের মধ্যে মাত্র ছয়টিতে জয়লাভ করতে সক্ষম হয়, যেখানে আগের নির্বাচনে ছিল ১৯টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code