Home Isolation -এ থাকলে মানতে হবে কোন কোন নিয়ম, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের 

Home Isolation




করোনার তৃতীয় ঢেউয়ে বেলাগাম করোনা। দিনের পর দিন বেড়েই চলছে সংক্রমণ। সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ ধীরে ধীরে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে সচেতন থাকা অত‍্যন্ত জরুরী। সচেতনতা বাড়াতে কীভাবে হবে সংক্রমিতের চিকিৎসা, হোম আইসোলেশনে (Home Isolation) থাকলে কোন নিয়ম মানবেন, কোন কাজগুলি করা একেবারে চলবে না, সেই সমস্ত তথ্য জানিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health and Welfare Ministry)।







মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন হলে ৭দিন আইসোলেশনের থাকার পাশাপাশি তিনদিন জ্বর আসে কিনা খেয়াল রাখতে হবে।

চিকিৎসকদের পরামর্শ ছাড়া কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা যাবে না।

মৃদু উপসর্গযুক্তদের দিনে তিনবার গরম জলের ভেপার নিতে হবে ও গার্গল করতে হবে।

দিনে সর্বোচ্চ চারটি প্যারাসিটামল খাওয়া যাবে। তার পরেও জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হোম আইসোলেশনে থাকাকালীন যিনি (আয়া বা নার্স) মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন করোনা রোগীর দেখভাল করবেন, তাঁর ভ্যাকসিনের (COVID-19 Vaccine) দু’টি ডোজ থাকা বাধ্যতামূলক। এবং মেডিক্যাল অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে এমন ঘরে আইসোলেশনে থাকবেন আক্রান্তরা।

হোম আইসোলেশনে থাকা সংক্রমিতদের এন-৯৫ মাস্ক (N-95 Mask) পরার দরকার নেই। ত্রিস্তরীয় মেডিক্যাল মাস্ক পরলেই চলবে। প্রতি ৮ ঘণ্টা অন্তর বদলাতে হবে মাস্ক। তার আগে ভিজে গেলে বা নোংরা হয়ে গেলে মাস্ক বদলে ফেলতে হবে।

দেখাশোনার দায়িত্বে যে থাকবে তাকে এন-৯৫ মাস্ক পরতেই হবে। মাস্কের সামনের অংশে হাত দেওয়া চলবে না। রোগীর ড্রপলেট এড়িয়ে যেতে হবে।

ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। কাঁচি দিয়ে মাস্কটিকে কুচিকুচি করে কেটে পেপার ব্যাগে ৭২ ঘণ্টা রেখে তার পর বাইরে ফেলতে হবে। একই নিয়ম বহাল থাকবে দেখভালকারীদের জন্যই।

হোম আইসোলেশনে থাকা সংক্রমিতদের (Corona Virus) দিনে দু’বার অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট পরীক্ষা করতে হবে।

কোভিড চিকিৎসায় ব্যবহৃত মাস্ক, গ্লাভস, কফ, দেহ তরলের মতো পদার্থ আলাদাভাবে হলুদ ব্যাগে ফেলতে হবে। খাবারের উচ্ছিষ্ট, ফলের খোসা ইত্যাদি মিশিয়ে ফেলা যাবে না।

চিকিৎসকদের পরামর্শ ছাড়া সিটি স্ক্যান করার প্রয়োজন নেই।