করোনা ভ‍্যাকসিনের প্রিকশনারি ডোজ নিতে চান, কি করতে হবে জানুন বিস্তারিত COVID vaccine


COVID VACCINE



১০ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ডোজ দেওয়া। এই টিকা দিতে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না এমনটাই জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক। সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যাবে। শনিবার সন্ধ‍্যা থেকে শুরু হচ্ছে সেই প্রক্রিয়া।




শুক্রবারই মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোউইন পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার দরকার নেই এই ডোজ পাওয়ার জন্য। দু’টি ডোজ যাঁরা নিয়েছেন তাঁরা সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েই অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন।




২৫শে ডিসেম্বর জাতির উদ্দ‍্যেশে ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিকশনারি ডোজের ঘোষনা দেন। কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক, স্বাস্থকর্মী ও ফ্রন্টলাইন কর্মীরাই এই বুস্টার ডোজ নিতে পারবেন। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পরেই এই ডোজ নেওয়া যাবে। কোভ্যাক্সিন কিংবা কোভিশিল্ড, যে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে সেই টিকারই বুস্টার নিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।