Higher Secondary 2022 : উচ্চ মাধ্যমিকের প্রাক্টিকাল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বোর্ড!
করোনার জেরে বন্ধ রাজ্যের স্কুল। বন্ধ থাকলেও এবার অফলাইনে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যদিও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জল্পনা বজায় রয়েছে কিন্তু পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুত রাখতে বদ্ধপরিকর শিক্ষা দফতর। এবার প্র্যাক্টিকাল ক্লাস ক্লাস চালুর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
জানা যাচ্ছে, আপাতত অনলাইনেই হবে উচ্চ মাধ্যমিকের প্রাক্টিকাল। ৩১ জানুয়ারির মধ্যেই প্র্যাক্টিকাল ক্লাসের ভিডিয়ো অনলাইনে আপলোড করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১ ফেব্রুয়ারি থেকেই সংসদের ওয়েবসাইট এবং বাংলা শিক্ষা পোর্টালে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখতে পারবে পড়ুয়ারা। মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্র্যাক্টিকাল ক্লাস চালু হবে খবর।
‘ভার্চুয়াল ল্যাব’ বলে আখ্যা দেওয়া অনলাইনের এই ভিডিয়োগুলি পরীক্ষার্থীদের জন্য বেশ উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। প্র্যাক্টিকাল সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি করতেই সংসদের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊