ইতিমধ্যে উচ্চমাধ্যমিক ২০২২ (H.S. 2022) শিক্ষাবর্ষের Test সম্পূর্ণ হয়েছে। ওমিক্রনের কারনে বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ রয়েছে। তবে উচ্চমাধ্যমিক (Higher Secondary) ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষার জন্য চলছে ফর্ম ফিলাপ এবং একাদশ শ্রেণিতে এনরোলমেন্টের কাজ।
গত ১৩ জানুয়ারি একটি বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে এনরোলমেন্টের তারিখ ২১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে লেট ফাইন দিয়ে ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে।
তবে আজ ওমিক্রনের কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সংসদ।
বিদ্যালয়ের সুবিধার্থে করোনা মহামারী পরিস্থিতিতে Online Payment System এর ব্যবস্থা করা হয়েছে । এখন বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ সংক্রান্ত অর্থ অনলাইনেই জমা করতে পারবেন, সংসদ অফিসে যেতে হবে না।
6 মন্তব্যসমূহ
👍👍
উত্তরমুছুনGood information
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুন👍
উত্তরমুছুনভালো তথ্য
উত্তরমুছুন👍
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊