Latest News

6/recent/ticker-posts

Ad Code

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা কি হবে? কী জানালো হাইকোর্ট?

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা কি হবে? কী জানালো হাইকোর্ট?


High Court on SSC



একদিকে যখন করোনার জেরে আংশিক লক ডাউন তথা কড়া বিধি নিষেধ আরোপ হয়েছে রাজ‍্যে বন্ধ হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়, জারি রয়েছে নাইট কার্ফু। সেই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টের দিকেই ছিল নজর। কি বলে হাইকোর্ট, মেলা বন্ধ রাখার কথা জানান নাকি মেলা চলার, অবশেষে আজ নিষ্পত্তি হল সব জল্পনার।




গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট। শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মানতে হবে করোনা বিধি। করোনা বিধি মেনে মেলার অনুমতি। তবে এখানেই শেষ নয়। কোভিড বিধি মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।



দেশে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ‍্যেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে ইতিমধ‍্যে রাজ‍্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। মাস্ক পড়া, সোশ‍্যাল ডিস্টান্সিং মেনে চলা বাধ‍্যতামূলক। পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়। দেশে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। আক্রান্ত হচ্ছেন প্রশাসনিক স্তর থেকে শিক্ষা সংক্রান্ত কর্মীরাও। এমনকি চিকিৎসা ব‍্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদেরও করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code