Latest News

6/recent/ticker-posts

Ad Code

JOB: সুবর্ণ সুযোগ! HS যোগ‍্যতায় একাধিক শূন‍্যপদে কনস্টেবল নিয়োগ

সুবর্ণ সুযোগ! HS যোগ‍্যতায় একাধিক শূন‍্যপদে কনস্টেবল নিয়োগ







সুবর্ণ সুযোগ! HS যোগ‍্যতায় একাধিক শূন‍্যপদে কনস্টেবল নিয়োগ। উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের (Uttarakhand Subordinate Service Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল (Constable) পদে নিয়োগের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।




বিশদে জানতে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://sssc.uk.gov.in এ নজর দিতে পারেন।


মোট শূন‍্যপদ: ১৫২১


শূন্যপদের বিস্তারিত বিবরণ:

কনস্টেবল (মেল) ৭৮৫
কনস্টেবল (পিএসি/ আইআরবি) ২৯১
ফায়ারম্যান কনস্টেবল ৪৪৫


যোগ্যতা:

প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।



বয়সসীমা:

কনস্টেবল পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২২ বছর এবং ফায়ারম্যান পদের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।



আবেদন ফি:

উল্লিখিত পদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না।


সরাসরি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code