এশিয়া মহাদেশে (Asia) সবথেকে মর্যাদাপূর্ণ নেচার এন্ড ওয়াইল্ডলাইফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড় ধরনের সাফল্য এনেছেন জলপাইগুড়ির চিত্রগ্রাহক ( Nature Based Photography) রাহুল সিং।
প্রথম ভারতীয় গ্র্যান্ডউইনার হিসাবে 2021 এ নিজের নাম লিপিবদ্ধ করেছেন রাহুল রাহুল জানায়- এই প্রথম কোন ভারতীয় এই প্রতিযোগিতায় গ্র্যান্ড উইনার হয়েছেন। প্রকৃতি এবং বন্যপ্রাণ প্রতিযোগিতাটি প্রতিবছর জাপানের টোকিও শহরের "স্মিথসোনিয়ান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম" এ প্রদর্শনী করা হয় ।
সর্বোচ্চ 70 থেকে 72 হাজার ছবির মধ্যে জলপাইগুড়ির রাহুল সিং এর ছবিটি গ্র্যান্ড পজিশন পেয়েছে।
ছবিটি রাহুল কোচবিহার পুন্ডিবাড়ি কৃষি বিদ্যালয় 2020সালে তুলেছিলেন। ছবিটির বৈশিষ্ট্য হলো এটি একটি অর্নামেন্টাল কলাগাছের উল্টো মোচাতে জমা বৃষ্টির জলে মৌটুসী পাখির স্নান করার দৃশ্য।
1 মন্তব্যসমূহ
Congratulations ❤️✌️
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊