Latest News

6/recent/ticker-posts

Ad Code

যৌথ মঞ্চের ডাকে ভারত ব‍্যাপী দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত

Strike


শ্রমিকদের সামাজিক অধিকার পাইয়ে দেবার লক্ষে  ফেব্রুয়ারি মাসের 23,ও 24 তারিখ যৌথ মঞের  ডাকে ভারত ব‍্যাপী দুদিন বন্ধ (Strike) রাখার সিদ্ধান্ত নেবা হয়েছে।

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC এর ডাকে রাজীব ভবনে জেলার নেতৃত্বের সাথে একটি বিশেষ আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল।

জেলা INTUC এর সভাপতি দেবব্রত নাগ বলেন কৃষক দের স্বার্থে যেভাবে কৃষক আন্দোলন সফল হয়েছে।তেমনি শ্রমিকদের স্বার্থে  গোটা দেশের সাথে এই রাজ‍্যে এই বন্ধ সফল হবে ।

পাশাপাশি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন শ্রমিকদের স্বার্থে জেলা কংগ্রেস সেই দিনের বন্ধে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code