ফেব্রুয়ারীতে পুনরায় পঠন পাঠন শুরুর (school reopen) দাবীতে উত্তাল রাজ্য- জারী মিড-ডে মিলের (mid day meal) নির্দেশিকা 


school reopen
school mid day meal distribution



বিদ্যালয়ে পুনরায় পঠন পাঠন শুরু (School Reopen) নিয়ে যখন জোর তরজা শুরু হয়েছে রাজ্যে তখন ফেব্রুয়ারী মাসের মিড-ডে মিলের নির্দেশিকা জারি হলো।

মিড ডে মিল প্রকল্পের (mid day meal scheme) প্রোজেক্ট ডিরেক্টরের দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ২ রা ফেব্রুয়ারী থেকে ছাত্রছাত্রীদের খাদ্যদ্রব্য দিতে হবে ।


এই নির্দেশিকায়, দু’কিলো আলুর সঙ্গে চাল দু’কেজি, চিনি ও ডাল ২৫০ গ্রাম করে এবং একটি করে সাবান দেওয়ার কথা বলা হয়েছে। 

আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট আপডেট পেতে- ক্লিক করুন


২৫ জানুয়ারির মধ্যে মিড-ডে মিলের প্ল্যান পাঠানোর কোথাও বলা হয়েছে নির্দেশিকায়।