Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET: TET বিতর্ক! এবার টেট-র ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল আদালত

TET: TET বিতর্ক! এবার টেট-র ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল আদালত


High Court on SSC




TET নিয়ে বিতর্কের শেষ নেই। এবার টেট-র ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল আদালত। ২০১৪ সালের টেট পরীক্ষা নিয়ে মামলায় জর্জরিত পর্ষদ। এবার আরো একটি মামলা।




শান্তনু সিট নামের এক পরীক্ষার্থী এবায মামলা করে। তাঁর দাবি, টেটের ফল নিয়ে সন্দেহ রয়েছে তাঁর মনে। শান্তনুর পাশাপাশি আরও ২৭ জন আদালতে এই একই দাবি করেন। এই আবহে আদালতের নির্দেশ, পরীক্ষার্থীকে ওএমআর শিট দেখাতে হবে পর্ষদকে। পর্ষদ জানিয়েছে যে ওএমআর শিট দেখাতে তাদের কোনও সমস্যা নেই।




মামলাকারীর অভিযোগ, গত ডিসেম্বরে তাঁদের নথিপত্র খতিয়ে দেখা হয়। এরপর উচ্চ আদালতের তরফে ইন্টারভিউয়ের নির্দেশ দেওয়া হলে তারা লিখিত পরীক্ষায় পাশ করেনি বলেই পর্ষদের তরফে দাবি করা হয়। এরপর খাতা দেখতে চাইলেও পর্ষদ তা অস্বীকার করে। কিন্তু এবার আদালতের নির্দেশে খাতা দেখাতে সম্মতি দিয়েছে পর্ষদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code