অবৈধ পোস্ত চাষ ঠেকাতে দামোদরের চরে ড্রোন উড়িয়ে নজরদারি জেলা আবগারি দফতরের






রঞ্জিত ঘোষ, বাঁকুড়া:



বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের সীমানায় থাকা দামোদর নদের চর কোনো ব্যক্তি মালিকানাধীন না হওয়ায় অবৈধ পোস্ত চাষ রুখতে অনেকখানি বেগ পেতে হয় জেলা আবগারী দফতর ও প্রশাসনকে । এবার ওই এলাকায় অবৈধ পোস্ত চাষের পরিসংখ্যান পেতে অভিনব পদ্ধতি নিল জেলা আবগারী দফতর । বৃহস্পতিবার দামোদরের নদীগর্ভে ড্রোন উড়িয়ে ওই এলাকায় পোস্ত চাষের জমি চিহ্নিতকরণের কাজ চালায় আবগারি দফতর এবং স্থানীয় পুলিশ প্রশাসন । ড্রোনের থেকে পাওয়া ছবির ভিত্তিতে আগামী দিনে পোস্ত চাষ ঠেকানোর অভিযান চালানোর পরিকল্পনা করা হবে বলে আবগারি দফতর সূত্রে খবর ।




বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমাকে জেলাকে বিছিন্ন করেছে দামোদর নদ । বর্ষার সময় দামোদর নদ দুকূল ভাসিয়ে বয়ে গেলেও বর্ষা শেষ হতেই দামোদরের বুকে বিভিন্ন জায়গায় জেগে ওঠে চর । বিশাল সেই চরের জমি অত্যন্ত উর্বর হওয়ায় সেই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলান দু পারের মানুষ । এই সব ফসলের মাঝেই চরের জমিতে লুকিয়ে পোস্ত চাষ করে আসছেন একদল অসাধু কৃষক । আবগারি দফতর প্রতি বছর নিয়ম করে চরের জমিতে ট্রাক্টর দিয়ে পোস্ত গাছ নষ্ট করে দিলেও পরের বছর ফের বিঘার পর বিঘা জমিতে লুকিয়ে চুরিয়ে পোস্ত চাষ করতে শুরু করেন তারা। নদী গর্ভের জমি কোনো ব্যাক্তি মালিকানাধীন না হওয়ায় ওই অসাধু কৃষকদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়াও সম্ভব হয়না আবগারি দফতর ও প্রশাসনের । ইতিমধ্যেই পোস্ত চাষের মরসুম শুরু হয়েছে । দামোদর চর সংলগ্ন বাঁকুড়ার মেজিয়া থানার বিভিন্ন এলাকায় অবৈধ পোস্ত চাষ ঠেকাতে, এবার আগেভাগেই আকাশ পথে ড্রোন উড়িয়ে জমিগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিল জেলা আবগারি দফতর ।