Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের একদিনের লক ডাউন দিনহাটায়

ফের একদিনের লক ডাউন দিনহাটায়

দিনহাটা




করোনার ভয়াল প্রকোপ অব‍্যাহত। এই পরিস্থিতিতে দিনহাটা শহরে গত সপ্তাহের শনিবার সম্পূর্ণ লক ডাউনের সিদ্ধান্ত নেয় দিনহাটা পৌরসভা। এবার এই সপ্তাহেও শনিবার সম্পূর্ণ লক ডাউনের পথেই হাঁটল দিনহাটা পৌরসভা।



দিনহাটা শহরে আগামীকাল সম্পূর্ণ লকডাউন। এনিয়ে আজ প্রচার চালাচ্ছে দিনহাটা পৌরসভা। শুধুমাত্র ঔষুধের দোকান ছাড়া সমস্ত রকম দোকানপাঠ ও যান চলাচল বন্ধ থাকবে। গত শনিবারেও একি বিধি নিষেধ জারি করে লকডাউন ছিল দিনহাটায়। 



এদিকে দিনহাটার পৌরপ্রশাসক এনিয়ে একটি পোস্ট করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, করনার তৃতীয় ঢেউ এর কথা মাথায় রেখে আগামি কাল দিনহাটা পৌর এলাকায় ওষুধের দোকান, ব্যাংক এবং বড় বাস বাদে সমস্ত ধরনের দোকান পাট, হাট বাজার, যান বাহন 24 ঘণ্টা বন্ধ থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code