Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kajol Covid Positive: করোনার কবলে অভিনেত্রী কাজল

Kajol Covid Positive: করোনার কবলে অভিনেত্রী কাজল

Kajol




করোনার আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল। রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে অনুরাগীদের নিজের করোনা আক্রান্তের খবর নিজেই জানালেন কাজল। নিজের মেয়ের ছবি পোস্ট করে কাজল মেয়েকে মিস করছেন বলেও জানান।




অসুস্থ অবস্থায় নিজের মুখের ছবি কাউকে দেখাতে চান না অভিনেত্রী, তাই পোস্ট করার জন্য বেছে নিয়েছেন মেয়ের সুন্দর একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, 'পজিটিভ হয়েছি এবং আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাক কেউ দেখুক তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি থাকুক।'




শারিরীক অসুস্থতার জেরে নাক হলুদ হয়ে গিয়েছে কাজলের। তিনি মনে করেন মেয়ে নায়সা দেবগনের হাসি সব থেকে সুন্দর। তাই মেয়ের ছবি শেয়ার করে নিজের করোনা আক্রান্তের কথা উল্লেখ করে মেয়েকে মিস করছেন বলেও জানান কাজল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code