'ভগবানই আমার অন্তর্বাসের উপর নজর রেখেছে', ব্রা বিতর্ক, অবশেষে ক্ষমা চাইলেন শ্বেতা





ব্রা বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন অভিনেত্রী শ্বেতা। পাশাপাশি নিজের বিতর্কিত মন্তব‍্যের ব‍্যাখ‍্যাও দিলেন তিনি। সম্প্রতি ঈশ্বরকে টেনে তাঁর অন্তর্বাসের সাইজ নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শ্বেতা। এই মন্তব‍্য ঘিরে তাঁকে গ্রেফতারের দাবিও ওঠে। অবশেষে সাফাই দিলেন নায়িকা।




সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘শো স্টপারে’র প্রচারে ভোপালে গিয়ে কথায় কথায় হঠাৎ নিজের অন্তর্বাসের সাইজের সঙ্গে ভগবানকে টেনে আনেন। তিনি বলেন, ‘এতদিন ভগবান রূপে আমাকে ধারাবাহিকে দেখা গিয়েছে। আর এবার ব্রা পরে দেখা যাবে। আমার উত্থান এমনই!। তাই ভগবানই আমার অন্তর্বাসের উপর নজর রেখেছে। তিনি জানেন এর সাইজ!’




শ্বেতার এই মন্তব‍্য ঘিরে বিতর্ক আরম্ভ হয়। এবার সাফাই দিয়ে শ্বেতা বলেন, ‘এতদিন ভগবান রূপে আমাকে ধারাবাহিকে দেখা গিয়েছে। আর এবার ব্রা পরে দেখা যাবে। আমার উত্থান এমনই!। তাই ভগবানই আমার অন্তর্বাসের উপর নজর রেখেছে। তিনি জানেন এর সাইজ!’