কোভিডবিধিতে সামান্য ছাড় রাজ্যের, খোলার অনুমতি সেলুন ও বিউটি পার্লারের (Beauty parlor)
কোভিড বিধিতে সামান্য ছাড় দিল রাজ্য। ৫০ শতাংশের উপস্থিতিতে রেস্তরাঁ, পাব, সিনেমা হলগুলি খুলে রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আর সেই মতোই এবার ৫০ শতাংশ আসন নিয়ে সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমতি রাজ্যের। স্বাভাবিক ভাবেই এই ছাড়ে স্বস্তিতে সালোঁ ব্যবসায়ীরা।
নতুন বছরের শুরু থেকেই হু হু করে বাড়ছে করোনা আর তার জেরেই ৩রা জানুয়ারী রাজ্যে কড়া কোভিড বিধি নিষধ জারি করে রাজ্য সরকার। বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। সরকারি ও বেসরকারি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে চলার নির্দেশিকা জারি হয়। পাশাপাশি রেস্তোরা, জিম, স্পাতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা রাখার নির্দেশিকা দেওয়া। সেই সঙ্গে ১৫ জানুয়ারি পর্যন্ত সালোঁ এবং বিউটি পার্লার বন্ধ থাকবে বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল। আর এর জেরেই চাপে পড়ে যায় ব্যবসায়ীরা।
এরপরেই দুশ্চিন্তা নিয়ে পশ্চিমবঙ্গ সালোঁ অ্যান্ড স্পা অ্যাসোসিয়েশনের তরফে নবান্নকে লিখিত অভিযোগ জানানো হয়। তাঁদের সেই অনুরোধের পরই শনিবার রাজ্য প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, কোভিডবিধিতে সামান্য ছাড় দেওয়া হল। এবার থেকে রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহকের উপস্থিতিতে খোলা রাখা যাবে সালোঁ ও বিউটি পার্লার।
জানানো হয়েছে, কোভিড বিধি যেমন মানতে হবে তেমনি দোকানদার ও খদ্দের সকলকেই ভ্যাকসিনের দুটি ডোজই দেওয়া থাকতে হবে। সালোঁ ও পার্লারে নিয়মিত স্যানিটাইজেশন করাতে হবে। আপাতত ১৫ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। এরপর করোনা পরিস্থিতি বুঝে নয়া নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊