Breaking: সাতসকালে কোচবিহার (coochbehar) শহরে বাঘ আতঙ্ক- বাথরুমে আশ্রয় চিতাবাঘের 


চিতাবাঘ
স্যোসাল মিডিয়া সৌজন্যে প্রাপ্ত



কোচবিহার শহরের কলাবাগান এলাকায় আজ একটি চিতা বাঘ চলে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর জুড়ে।  কয়েকদিন আগেও এই এলাকায় আরও একটি বাঘ দেখা যায়।


সকালে জানাজানি হতেই চাঞ্চল্য দেখা যায় এলাকাজুড়ে। ইতিমধ্যে  ১৪৪ ধারা জারি হয়েছে কলাবাগান এলাকায়।


শেষ পাওয়া খবরে কলাবাগান এলাকার এক গৃহস্থের বাথরুমে রয়েছে চিতাবাঘটি।


ইতিমধ্যে বনদপ্তরের লোকজন এলাকা ঘিরে রেখেছে। রয়েছেন কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনিও। বাঘ উদ্ধারের কাজ চলছে।