হেলমেট না থাকলে ১০০০ টাকা, জেনে নিন নয়া ট্রাফিক আইন
Traffic Rules : রাজ্যে নয়া ট্রাফিক আইন ! কেন্দ্রীয় আইন (MV Amendment Act 2019.) মেনেই কলকাতা সহ রাজ্যে আজ থেকে চালু হয়ে গেল নয়া ট্রাফিক আইন। আইন ভাঙলেই দিতে হবে মোটা জরিমানা।
এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল জরিমানার অঙ্ক। আগে অনেক ক্ষেত্রে জরিমানার অঙ্ক কম হওয়ায় অনেকেই আইনের তোয়াক্কা না করেই বেরিয়ে যেতেন। এবার আর তা হচ্ছে না। চলুন জেনে নেওয়া যাক জরিমানার অঙ্ক-
জরিমানার অঙ্ক
- ড্রাইভিং লাইসেন্স বা সিএফ না থাকলে-
প্রথম বার ৫০০ টাকা
দ্বিতীয়বার ১৫০০ টাকা।
- কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকার পরও যেতে না চাইলে ৫০০ টাকা।
- ট্রাফিক পুলিসকে ভুল তথ্য দিলে - ২০০০ টাকা।
- ট্রাফিক নিয়ম না মানলে - ২০০০ টাকা।
- ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে - ৫০০০ টাকা।
- ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি নেই অথচ গাড়ি চালালে- ১০,০০০ টাকা।
- নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালালে-
হালকা যানের ক্ষেত্রে ১০০০ টাকা
মাঝারি যানের ক্ষেত্রে ২০০০ টাকা
ভারী যানের ক্ষেত্রে ৪০০০ টাকা।
- বিপজ্জনক ভাবে গাড়ি চালনার জন্য ৫০০০ টাকা। একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০,০০০ টাকা।
- মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা।
- রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০,০০০ সাথে চালকের লাইসেন্স ৩ মাস বাতিল।
- রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫,০০০ টাকা।
- উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।
- উপযুক্ত পারমিট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।
- সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা।
- হেলমেট না পরলে ১০০০ টাকা।
- সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা।
10 মন্তব্যসমূহ
ভালো খবর
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনJak lagu holo .
উত্তরমুছুনVery important information
উত্তরমুছুনEto fine 😬😬
উত্তরমুছুনgood information
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনKhub vlo
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊