Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজপ্রাসাদ থেকে নির্বাসন: একাকীত্বে মোড়া ইরানি রাজকন্যা লায়লা পাহলভির ট্র্যাজিক জীবন

রাজপ্রাসাদ থেকে নির্বাসন: একাকীত্বে মোড়া ইরানি রাজকন্যা লায়লা পাহলভির ট্র্যাজিক জীবন

Leila Pahlavi, Iranian Princess, Shah of Iran, Mohammad Reza Pahlavi, Farah Pahlavi, Royal Tragedy, Life in Exile, Iranian Revolution, Mental Health, History.


আন্তর্জাতিক ডেস্ক: তিনি জন্মেছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী রাজপরিবারে। মুখে ছিল সোনার চামচ, চারপাশে অঢেল ঐশ্বর্য আর ক্ষমতার জৌলুস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই রাজপ্রাসাদের জীবন স্থায়ী হয়নি। মাত্র ৩১ বছর বয়সে, জন্মভূমি থেকে হাজার মাইল দূরে, লন্ডনের এক হোটেল রুমে একাকী মৃত্যু বরণ করতে হয়েছিল ইরানের শেষ শাহের কনিষ্ঠা কন্যা লায়লা পাহলভিকে (Leila Pahlavi)। তাঁর জীবন যেন এক পতনশীল সাম্রাজ্যের মানবিক ট্র্যাজেডি।

ইরানের শেষ শাহ মহম্মদ রেজা পাহলভি এবং সম্রাজ্ঞী ফারাহ পাহলভির কনিষ্ঠা কন্যা ছিলেন লায়লা (Leila Pahlavi)। ১৯৭০ সালে তেহরানে জন্ম। কিন্তু ১৯৭৯ সালের ইরানি বিপ্লব সব তছনছ করে দেয়। মাত্র ৯ বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে দেশ ছাড়তে বাধ্য হন ছোট্ট লায়লা। তেহরানের রাজপ্রাসাদের নিরাপদ আশ্রয় ছেড়ে শুরু হয় দেশহীন এক যাযাবর জীবন।

দেশ ছাড়ার মাত্র এক বছরের মাথায়, ১৯৮০ সালে মিশরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা, শাহ মহম্মদ রেজা পাহলভি। বাবার মৃত্যু লায়লার মনে গভীর ক্ষত তৈরি করে, যা তিনি আমৃত্যু বয়ে বেড়িয়েছেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাবার মৃত্যু তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।

আমেরিকায় পড়াশোনা শেষ করেন লায়লা। ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন, যুক্ত ছিলেন মডেলিংয়ের সঙ্গেও। বাইরে থেকে তাঁর জীবনকে গ্ল্যামারাস মনে হলেও, ভেতরে ভেতরে তিনি ছিলেন ভীষণ একা। রাজত্ব হারানোর বেদনা, দেশের মাটিতে ফিরতে না পারার যন্ত্রণা এবং বাবার অকাল প্রয়াণ তাঁকে গভীর অবসাদে ঠেলে দেয়। দীর্ঘদিনের অনিদ্রা (insomnia), অ্যানোরেক্সিয়া এবং স্নায়ুবিক দুর্বলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি।

২০০১ সালের ১০ জুন। লন্ডনের লিওনার্ড হোটেলের একটি কামরায় উদ্ধার হয় রাজকন্যা লায়লার নিথর দেহ। ময়নাতদন্তে জানা যায়, অতিরিক্ত পরিমাণে সেকোবার্বিটাল (এক ধরণের ঘুমের ওষুধ) সেবনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। মাত্র ৩১ বছর বয়সে, নিঃসঙ্গ অবস্থায় ফুরিয়ে যায় এক রাজকন্যার প্রাণ। প্যারিসে দিদিমার কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়। আরও পড়ুন: Spain Royal Family: স্পেনের ইতিহাসে নতুন অধ্যায়: ১৫০ বছর পর সিংহাসনে বসছেন প্রথম রানি, Princess Leonor

লায়লা পাহলভির এই অকাল মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিত্ত-বৈভব বা রাজকীয় পরিচয় মানুষের মনের গভীর একাকীত্ব ও শেকড় ছেঁড়ার যন্ত্রণা মেটাতে পারে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code