চলে গেলেন ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ক চরণজিৎ সিংহ 





চলে গেলেন ভারতীয় হকির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় চরণজিৎ সিংহ। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক হিমাচল প্রদেশের উনায় নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়। আজ সন্ধ‍্যায় তাঁর শেষকৃত‍্য।


১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন চরণজিৎ। তিনি ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন। ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে রুপোজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন চরণজিৎ।


পাঁচ বছর আগে তাঁর স্ট্রোক হয় তারপর থেকে চলাফেরা করতে পারতেন না অন‍্যদিকে বয়সজনিত প্রভাব। অবশেষে দীর্ঘ রোগভোগের পর ৯১ বছর পূর্ণ হওয়ার আগেই মৃত‍্যু হল তার। ১৯৩১ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহন তিনি।


প্রয়াত হকি তারকার ছোট ছেলে ভিপি সিংহ জানিয়েছেন, ‘পাঁচ বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকেই বাবা বিশেষ চলাফেরা করতে পারতেন না। তিনি লাঠি নিয়ে হাঁটতেন। তবে গত দু’মাস ধরেই তাঁর শরীর একেবারেই ভাল যাচ্ছিল না। তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তিনি আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। আমার বোন দিল্লি থেকে উনা আসার পর আজ সন্ধেবেলা বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।’