Latest News

6/recent/ticker-posts

Ad Code

Netaji's first statue in independent India স্বাধীন ভারতে নেতাজির প্রথম মর্মরমূর্তি রয়েছে জলপাইগুড়িতে

স্বাধীন ভারতে নেতাজির (Netaji Subhas Chandra Bose) প্রথম মর্মরমূর্তি রয়েছে জলপাইগুড়িতে

Netaji Subhas Chandra Bose
স্বাধীন ভারতে নেতাজির প্রথম মর্মরমূর্তি




আগামীকালের সূর্যদয় দেশের সাথে সাথে জলপাইগুড়িবাসীর কাছে অনেকটাই ভিন্ন, কারণ আগামীকাল ২৩ শে জানুয়ারি, আর এই বিশেষ দিনটি মানেই নেতাজি । হ্যা নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মদিন।

জলপাইগুড়ির মাটিতে দু দুবার পা রেখেছিলেন ভারত মাতার এই বীর সন্তান, যার বহু স্মৃতি আজও যেমন রয়েছে ফটো ফ্রেমে বন্দি হয়ে ঠিক এর পাশাপাশি দেশের মধ্যে সর্ব প্রথম নেতাজির মর্মরমূর্তি জলপাইগুড়ি শহরে আজও অক্ষত রয়েছে।

এছাড়াও রয়েছে কোহিমাতে বৃটিশ দের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যাওয়া আজাদ হিন্দ বাহিনীর বীর সৈনিকদের স্মৃতিসৌধ।



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code