বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টপাধ্যায় পদ্মফুল ছেড়ে ঘাসফুলে





সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:-


বিধানসভা ভোটের ফলাফল ঘোষিত হতেই বিজেপির অন্দরে দলবদলের হিড়িক অব্যাহত। কখনও ভোটের আগে,তো কখনও ভোটের পরে চলছেই যোগদান,খোকন চৌধুরী,সুনীল সরেন প্রভৃতি নেতাদের পর এবার দাপুটে বিজেপি নেতা হিসেবে পরিচিত বীরভূমের সাধারণ সম্পাদক অতনু চট্টপাধ্যায় তৃণমূলে যোগদান করলেন।



বেশ কিছু দিন যাবৎ দলের বিরুদ্ধে তথা বেসুরো গাইছিলেন বিজেপির এই নেতা।সম্প্রতি ফেসবুকে দলের প্রতিটি পদ থেকে অব্যহতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। ঘোষণা মোতাবেক বেশ কয়েকদিন পরই বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে দলের সব হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন।শেষ পর্যন্ত পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে আশ্রয় নিলেন। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃনমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন রবিবার বোলপুর তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে। 



স্বভাবতই এতদিন জেলাজুড়ে বিজেপি নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা ছিল। আজ সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।গত বিধানসভা নির্বাচনে অতনুবাবু বীরভূম জেলায় বিজেপি'র সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন । এমনকী বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ও দলের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছিলেন। এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বীরভূম জেলায় বিজেপির পায়ের তলায় মাটি ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে,বলাভালো জেলার বুকে বিজেপির ক্ষমতা আবারও হ্রাস পেল বলে মনে করছেন রাজনৈতিক মহল।