Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bikaner-Guwahati Express আবারও লাইনচ্যুত অভিশপ্ত বিকানির এক্সপ্রেস এর ইঞ্জিন

আবারও লাইনচ্যুত অভিশপ্ত বিকানির এক্সপ্রেস -Bikaner-Guwahati Express এর ইঞ্জিন  

Bikaner-Guwahati Express




গত ১৩ জানুয়ারি বিকেলে লাইনচ্যুত হয় পাটনা (Patna) থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। ঘটনায় বারোটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয় বেশ কয়েকজনের। সেই বিকানির এক্সপ্রেসের ইঞ্জিন আজ ফের দুর্ঘটনার কবলে পড়ে।

আজ সেই বিকানির এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে আসা হচ্ছিলো শিলিগুড়িতে। নিয়ে আসার পথেই আবারও লাইন চ্যুত হয় সেই অভিশপ্ত ট্রেনের ইঞ্জিন। জানা গেছে, ইঞ্জিনটি মেরামতের জন্য নিয়ে যাওয়ার সময় এই বিপত্তি।

মূলত ইঞ্জিনটিকে মেরামতের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলেই রেল সূত্রে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহরজুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে ছুটে আসেন রেলকর্মীরা। ইতিমধ্যেই কিন্তু সেই ইঞ্জিনটিকে লাইনে তোলার কাজ শুরু করেছে রেলকর্মীরা।



একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code