ajit prasad




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: গত কাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমহানিতে ঘটে যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Guwahati-Bikaner Express Accident)। আর সেই ট্রেন দুর্ঘটনার পর থেকেই কোন খোঁজ মিলছিলো না আসানসোলের রেল কর্মচারী অজিত প্রসাদের (ajit prasad)। 

জানা গিয়েছে আসানসোলের রাধানগর রোডের বাসিন্দা পেশায় রেল কর্মচারী অজিত প্রসাদ রঙ্গিয়া ডিভিশনে কর্মরত ছিলেন। আর ওই ট্রেনেই ছিলেন তিনি বলে জানিয়েছেন অজিতের বাড়ির লোকজন।


এদিকে ট্রেন দুর্ঘটনার পর তার পরিবারের কাছে খবর আসার পরেই তারা রওনা দেন ময়নাগুড়ির উদ্যেশ্যে। 


শুক্রবার সন্ধ্যায় অজিত প্রসাদের কাকা বাব্বন প্রসাদ বলেন, ওখানে দুই ভাইপো অজিতের মৃতদেহ ময়নাতদন্তের পরে হাতে পেয়েছে। তারা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছে।

তিনি আরো বলেন, হিরাপুর থানা, জেলা প্রশাসন বা এখানকার রেলের তরফে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। অজিতের সহকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমাদের ফোন করে বলে যে, সে ট্রেনে আসছিলো। আমরা সঙ্গে সঙ্গে অজিতের ফোনে যোগাযোগ করি। প্রথমে রিং হয়ে গেলেও, কেউ ফোন তোলেনি। পরে ফোন বন্ধ হয়ে যায়। তখন আমাদের আশঙ্কা বেড়ে যায়। রাতেই অজিতের দাদা ও ভাই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়। 

বাব্বনবাবু বলেন, মাত্র কয়েক মাস হলো বিয়ে হয়েছিলো। স্ত্রীকে বলা হয়নি। কি যে হলো বুঝতে পারছি না।