ব‍্যাঙ্ক ডাকাতির ঘটনায় পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল 




সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর :- বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতি ঘটনায় ব্যাঙ্ক পরিদর্শনে এলেন বিশেষ বিশেষজ্ঞ দুই প্রতিনিধি দল।



উলেখ্য:- গত ২১ শে জানুয়ারী শুক্রবার ব্যাঙ্ক চালু হতেই ৬ - ৭ জনের একটি দুস্কৃতিরা দল ব্যাঙ্কে ঢোকে। তাদের প্রত্যকেরই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পিঠে ছিল স্কুল ব্যাগ। ডাকাতির ঘটনাটি ঘটেছিলো শহরের প্রাণ কেন্দ্র কার্জনগেটের পাশে দত্তসেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।দুস্কৃতিদের মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে।




তখন সবেমাত্র ব্যাঙ্কের শাখায় লেনদেন শুরু হয়েছে। হাতেগোনা ১০ - ১৫ জন গ্রাহক। দুস্কৃতিরা ব্যাঙ্কে ঢুকে গ্রাহকদের মোবাইল ফোন প্রথমে কেড়ে নেয়।তারপর ব্যাঙ্ক কর্মীদের মারধর করে লুটপাট চালায়। খুব অল্প সময়ের মধ্যেই ডাকাতদলটি ৩৩ লক্ষ টাকা লুঠপাট করে চম্পট দেয়। এমনকি লুঠ করে পালানোর সময় ব্যাঙ্কের গেটে তালা দিয়ে যায় ডাকাত দুস্কৃতীরা।




খবর পেয়েই ব্যাঙ্কে ছুটে এসেছিলো বর্ধমান থানার পুলিশ বাহিনী এবং জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়।




কার্যতঃ এত বড় ডাকাতি ঘটনার পর সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশের তদন্তে কোনোরকম সুরাহা মেলেনি।



শেষমেশ কোলকাতা থেকে বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসেন বিশেষ বিশেষজ্ঞ দুই প্রতিনিধি দল।

মূলত এদিন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন বিশেষজ্ঞ দল।

সেদিনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বিশেষ আলোকপাত করেন।