বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে পঠন পাঠন বন্ধ রয়েছে। তবে গতবছরের মতন এবছরও রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর টেলিফোনে বা দূরভাষে পাঠদানের ব্যবস্থা করেছে।
১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রাজ্যের নতুন শিক্ষা ব্যবস্থা- "বাংলার শিক্ষা দূরভাষে" (BANGLARSHIKSHA DUROBHASE) ।
সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস।
দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে নবম থেকে দশম শ্রেণির ক্লাস ।
কল করতে হবে টোল ফ্রি নাম্বার- 1800 123 2823 নাম্বারে
সপ্তাহে ৬ দিন চলবে দূরভাষে শিক্ষা । রবিবার বন্ধ থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://banglarshiksha.gov.in/
অন্যদিকে দূরভাষে ক্লাস চলবে দশম এবং দ্বাদশ শ্রেণির। ১৭ জানুয়ারি ২০২২ সকাল ১০ টায় উদ্বোধন হতে চলেছে দুরদর্শনে ক্লাস। এদিন WBBSE এবং WBCHSE এর সভাপতি , Expert Committee এর চেয়ারম্যান প্রমূখ বক্তব্য রাখবেন। ১৮ তারিখ সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাধ্যমিকের বাংলা, ১৯ তারিখ উচ্চমাধ্যমিকের ফিজিক্স, ২০ তারিখ মাধ্যমিকের ইংরেজি, ২১ তারিখ উচ্চমাধ্যমিকের কেমেস্ট্রির ক্লাস হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে ক্লাস।
বেসরকারি Zee 24 Ghanta চ্যানেলে এই ক্লাস চলবে । ছাত্রছাত্রীদের ক্লাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে bsclassroom2022@gmail.com এখানে মেইল করে বলতে হবে। এছাড়াও whatsapp এও প্রশ্ন জানানো যাবে। whatsapp নাম্বারটি হলো- ৯৮৩০৪০৯৭৭৩ ,এছাড়াও টোলফ্রি নাম্বারেও জিজ্ঞাসা করা যাবে- টোলফ্রি নাম্বারটি হলো- ১৮০০ ১০২ ৩১৫৪
👍👍
উত্তরমুছুনভালো
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood dicition
উত্তরমুছুনবিয়ে ও মেলাতে করোনা ছড়াবে না । করোনা শুধু শিক্ষায় ।
উত্তরমুছুনSiksha Pala to Chor dharta parba.
মুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনউন্নতির চরম শিখরে
উত্তরমুছুনভালো
উত্তরমুছুনযথো সব
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনসঠিক সিদ্ধান্ত
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনSchool ta kivabe open kora jai sei dikeo ektu bhabun.. Sob kichui to hocche epas opas kore..
উত্তরমুছুন