রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করিয়েছেন? নাম লাল অক্ষরে দেখাচ্ছে না তো! 

Department of Food & Supplies Government of West Bengal





পশ্চিমবঙ্গ সরকার খাদ্য এবং সরবরাহ দফতর (Department of Food & Supplies Government of West Bengal) মারফত সমস্ত উপভােক্তার রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার (Aadhaar) নাম্বার লিঙ্ক করাচ্ছে। যদি আপনার বা আপনার পরিবারের কারাে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানাে না থাকে তাহলে সত্বর লিঙ্ক করিয়ে নিতে অনুরােধ করেছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য এবং সরবরাহ দফতর।


পশ্চিমবঙ্গ সরকার খাদ্য এবং সরবরাহ দফতর জানিয়েছে "রেশন দোকানে গিয়ে যদি দেখেন যে ই-পস মেশিনে আপনার বা আপনার পরিবারে কারো নাম লাল অফরে দেখাচ্ছে তাহলে অনুগ্রহ করে আধারের সঙ্গে লিঙ্কড থাকা মােবাইল নাম্বারের মাধ্যমে অথবা বাংলা সহায়তা কেন্দ্র/রেশন দোকান/খাদ্য পরিদর্শকের অফিস মাধ্যমে রেশন কার্ডএর সাথে আধার নম্বর লিঙ্ক করিয়ে নিতে হবে।


বাড়িতে বসেই দেখে নিতে পারবেন বা রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। জেনে নিন সহজ উপায়-

Link Aadhaar with active cards


নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার খাদ্য এবং সরবরাহ দফতর এর পেজে চলে যান-



পেজে গিয়ে রেশন কার্ডের ধরন সিলেক্ট করে কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন। আপনার কার্ডের ডিতেলস চলে আসবে।


এখান থেকে খুব সহজেই আধার লিঙ্ক করাতে পারবেন।