Nisith Pramanik


অরবিন্দ শর্মাঃ 
ভারতের ক্রীড়া দপ্তর (Sports Authority of India) এর পক্ষ থেকে কোচবিহারে (Cooch Behar) গড়ে উঠবে অত্যাধুনিক ক্রিড়াক্ষেত্র (Sports Hub)। ভারতবর্ষে প্যারা অ্যাথলিটরা আসবেন কোচবিহারে এই অত্যাধুনিক ক্রিড়াক্ষেত্রে। কোচবিহার শহর সংলগ্ন এলাকায় গড়ে উঠবে এই স্পোর্টস হাব।

আজ সাংবাদিক বৈঠকে জানালেন যুব ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । রাজ্যের কাছে ইতিমধ্যে জমি চাওয়া হয়েছে। জমি পাওয়া মাত্রই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি।

এ দিন সাংবাদিক সম্মেলন করে যানান কোচবিহার শহর সংলগ্ন এলাকায় ২৫ একর জমি রাজ্য সরকারের কাছে আবেদন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। অনুমোদন পেলে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।

হকি, ভলিবল, ফুটবল থেকে একাধিক খেলার জন্য স্টেডিয়াম সহ খেলোয়াড়দের থাকবার হোস্টেল, উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক পরিকল্পনার কথা জানান নিশীথ প্রামাণিক।