Weather Update শীতকালে শিলাবৃষ্টি !  কোথায় কখন-জেনে নিন উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গের আবহাওয়ার খবর 

Weather Update



শীতকালে শিলাবৃষ্টির সতর্কতা জারি হল ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পঙে। হতে পারে শিলাবৃষ্টিও। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান‌, বীরভূমেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলের পর বুধবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত আর এর প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ।


Weather Update



২৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম এর জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সূত্রে জানা গিয়েছে।


উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং, উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর ও মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার , আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও।


এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




সেইসাথে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে ভালো রকম তুষারপাত এর সম্ভাবনা রয়েছে এবং বাকি অঞ্চল গুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দক্ষিনের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।