মুখ্যমন্ত্রীর কাছে পোস্ট কার্ড প্রেরণ,পঞ্চায়েতের খাজনা আদায়কারীদের
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- পঞ্চায়েতের খাজনা আদায় কারিদের মাসিক সাম্মানিক ৭৫০ টাকা,হ্যাঁ, সাতশত পঞ্চাশ টাকা মাত্র। বর্তমান দূর্মূল্যের বাজার যা প্রায় কিছুই নয়। আবার এই টাকাটার জন্যও অনেক সময় হা-পিত্যেশ করে বা মাসের পর মাস অপেক্ষায় বসে থাকতে হয়।
এই বঞ্চনার প্রতিকারে পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে পঞ্চায়েতের খাজনা আদায়কারীরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছেন।যাহা ইতিমধ্যেই বীরভূম জেলা শাসক সহ বিভিন্ন পদাধিকারীদের ও ডেপুটেশন দিয়েছেন।
মঙ্গলবার বীরভূম জেলার শতাধিক পঞ্চায়েতের খাজনা আদায়কারীরা সিউড়ি সদর মুখ্য ডাকঘর থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্টকার্ড প্রেরণ করেন সারিবদ্ধ ভাবে।সেখানে আবেদন জানান যে পঞ্চায়েতের খাজনা আদায়কারীদের পদ তথা কাজে স্থায়ীকরণ এবং মাসিক দশহাজার টাকা বেতনের দাবিতে মূলত পোস্ট কার্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ বলে জানা যায়।
মুখ্যমন্ত্রীর কাছে পোস্ট কার্ড প্রেরণ,পঞ্চায়েতের খাজনা আদায়কারীদের #cmmamatabanerjee #Mamata #postcard pic.twitter.com/E5ylVXuLPI
— SangbadEkalavya (@sangbadekalavya) December 28, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊